ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পাশের বাড়ির ছেলের জন্য অনাবৃত লোপেজ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
পাশের বাড়ির ছেলের জন্য অনাবৃত লোপেজ! জেনিফার লোপেজ

দুই বছর পর বড় পর্দায় ফিরছেন জেনিফার লোপেজ। নিজের অভিনীত ‘দ্য বয় নেক্সট ডোর’ ছবিতে অনাবৃত হয়ে অভিনয় করেছেন তিনি।

রোমাঞ্চকর গল্পের ছবিটিতে উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকার চরিত্রে দেখা যাবে তাকে। গল্পে তালাকপ্রাপ্তা এই নারীর প্রতি মজে যায় এক তরুণ। এ চরিত্রে অভিনয় করেছেন ২৭ বছর বয়সী রায়ান গাজম্যান। তিনি ৪৫ বছর বয়সী লোপেজের চেয়ে বয়সে অনেক ছোট।


জানা গেছে, অন্তরঙ্গ দৃশ্যে ডামি ব্যবহার করেননি লোপেজ। ঘনিষ্ঠ দৃশ্য বাস্তবসম্মত করে তুলতে এর বিকল্প নেই বলে মনে করেন তিনি। মার্কিন এই গায়িকা-অভিনেত্রী বলেন, ‘পর্দায় যে নারীর শরীর দেখা যাবে তা আমারই। আমার মতো রায়ানও ডামি ব্যবহার করেনি। দৃশ্যগুলো বিব্রতকর আর অস্বস্তিদায়ক। কিন্তু অভিনেতা কিংবা অভিনেত্রীদের কাজ এসব মুহূর্তকে বাস্তবসম্মত করে তোলা। এই ছবিতে এসব দৃশ্য প্রয়োজন ছিলো। ’

রব কোহেন পরিচালিত ‘দ্য বয় নেক্সট ডোর’ আগামী ২৩ জানুয়ারি মুক্তি দেবে ইউনিভার্সাল পিকচার্স। দুই বছর আগে মুক্তি পায় লোপেজের আগের ছবি ‘পার্কার’।

* ‘দ্য বয় নেক্সট ডোর’ ছবির দৃশ্য :


* ‘দ্য বয় নেক্সট ডোর’ ছবির ট্রেলার :


বাংলাদেশ সময় : ১২৫৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।