ঢাকা, মঙ্গলবার, ৫ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

বিনোদন

আট বছর পর একসঙ্গে জন-অভিষেক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
আট বছর পর একসঙ্গে জন-অভিষেক জন ‍আব্রাহাম ও অভিষেক বচ্চন

শেষবার তাদের এক সঙ্গে দেখা গিয়েছিলো বছর আটেক আগে, ‘দোস্তানা’ ছবিতে। প্রিয়াঙ্কা চোপড়ার বিপরীতে অভিনয় করেছিলেন জন ‍আব্রাহাম ও অভিষেক বচ্চন।

গত ক’বছরে তাদের দোস্তির কথা যেনো ভুলতেই বসেছিলেন দর্শক। কিন্তু ইদানিং ফের একসঙ্গে তারা পর্দায় আসছেন বলে খবর পাওয়া গেছে।

‘হেরা ফেরি’ সিরিজের তৃতীয় পর্বে চুক্তিবদ্ধ হয়েছেন জন আব্রাহাম ও অভিষেক বচ্চন।

হেরা ফেরি ৩ নামের এ ছবিতে মূল সিরিজের গল্পের ধারাবাহিকতায় দেখা যাবে অভিনেতা সুনীল শেঠি ও পরেশ রাওয়ালকে। ছবিটি পরিচালনা করবেন নিরাজ ভোরা। হেরা ফেরি সিরিজের এই তিন নাম্বার কিস্তিতে দ্বিতীয় পর্ব, ‘ফির হেরা ফেরি’-র কাহিনীর শেষ থেকে শুরু করার কথা। তবে এ পর্বে  আর দেখা যাবেনা অক্ষয় কুমারকে।  

চলতি বছরের জুন মাসে এ ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ছবির একটি বড় অংশের শুটিং হবে মুম্বাই, দুবাই ও লাস ভেগাসে।

বাংলাদেশ সময় : ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।