ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

বিনোদন

বিয়ন্সের যে ছবি নিয়ে হৈচৈ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
বিয়ন্সের যে ছবি নিয়ে হৈচৈ

সমুদ্র পাড়ের বালুকাবেলায় শুয়ে আছেন বিয়ন্সে নোয়েলস। রোদচশমায় তার চোখ ঢাকা।

পা থেকে গলা পর্যন্তও আবৃত। তবে পোশাকে নয়, বালুতে। শখে এমন কাজ তিনি করতেই পারেন। এ নিয়ে শোরগোল পড়ে গেলো কেনো? কারণটা একটু ভালোভাবে ছবিটা দেখলেই বোঝা যাবে। মার্কিন এই গায়িকার শারীরিক গড়ন দেখলে মনে হতে পারে তিনি সন্তানসম্ভবা। হৈচৈ পড়ে যাওয়ার কারণ এটাই।

গত ১০ জানুয়ারি ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন বিয়ন্সে। তার ওপর ছবিটির সঙ্গে কোনো ক্যাপশন লেখেননি এই ৩৩ বছর বয়সী। চারদিকে ছড়িয়ে পড়া গুঞ্জন নিয়ে মন্তব্য করেননি তার স্বামী র‌্যাপসংগীত শিল্পী জে-জিও। তাদের একমাত্র কন্যাসন্তান ব্লু আইভি কার্টারের বয়স এখন তিন বছর।


অবশ্য গত বছরের সেপ্টেম্বর থেকেই বিয়ন্সে আবার মা হতে চলেছেন বলে গুঞ্জন রয়েছে। সমুদ্রপাড়ে তোলা ছবিটি পেয়ে এবার আর এ নিয়ে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য কৌতূহলীদের।

বাংলাদেশ সময় :  ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।