ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

বিনোদন

চিত্রনায়ক সায়মনের গাড়িতে বোমা নিক্ষেপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
চিত্রনায়ক সায়মনের গাড়িতে বোমা নিক্ষেপ সায়মন/ ছবি: নূর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চিত্রনায়ক সায়মন সাদিকের গাড়িতে বোমা মেরেছে দুর্বৃত্তরা। ১৩ জানুয়ারি রাতে তিনি ঢাকা থেকে কাপ্তাই যাওয়ার পথে সীতাকুন্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এতে হতাহতের ঘটনা না ঘটলেও গাড়ির এক পাশ ঝলসে গেছে।

সায়মন সাদিক বাংলানিউজকে বলেন, ‘সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ ছবির কাজ করতে কাপ্তাই যাচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দে বোমা ফাটে। মুহূর্তেই গাড়ি থেকে নেমে যাই আমরা। ভাগ্যিস বোমাটা কারও ওপর পড়েনি। নইলে বড়সড় ক্ষতি হতে পারতো। ’

‘ব্ল্যাকমানি’ ছবিতে সায়মনের সহশিল্পী কেয়া ও মৌসুমী হামিদ। তার হাতে আরও আছে ‘তোর লাগি মন কাঁদে’, ‘অজান্তে ভালোবাসা’, ‘ইটিশ পিটিশ প্রেম’।

এর আগে সায়মনের ‘জ্বি হুজুর’, ‘পোড়ামন’, ‘এর বেশি ভালোবাসা যায় না’, ‘তোমার কাছে ঋনী’, ‘দবির সাহেবের সাংসার’ এবং ‘স্বপ্নছোঁয়া’ ছবিগুলো মুক্তি পেয়েছে।

বাংলাদেশ সময় : ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।