ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

বিনোদন

‘গ্রীষ্মের কোকিল’ নিয়ে চঞ্চল ও অ্যানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
‘গ্রীষ্মের কোকিল’ নিয়ে চঞ্চল ও অ্যানি চঞ্চল চৌধুরী ও অ্যানি খান

অভিনেতা চঞ্চল চৌধুরী ও অ্যানি খান একসঙ্গে ‘পি এইচ পি‘ এর গরুমার্কা ঢেউটিনে প্রথমবার একসঙ্গে কাজ করেন। এরপর সালাউদ্দিন লাভলুর ‘চরাচর’ নামে একটি টেলিছবিতে অভিনয় করেন।

প্রায় তিন বছর পর আবারো তারা একটি নাটকে অভিনয় করছেন। নাটকের নাম ‘গ্রীষ্মের কোকিল’।

মেহেদী হাসান বাপ্পীর রচনায় এটি পরিচালনা করেছেন রুপক বিন রউফ। ১৪ জানুয়ারি উত্তরার কাওলা ও আশাপাশের এলাকায় এর দৃশ্যধারনের কাজ শুরু হয়েছে।

নাটকটি নিয়ে অ্যানি খান বাংলানিউজকে বলেন, ‘এতদিন পর চঞ্চল ভাইয়ের সঙ্গে কাজ করে বেশ ভালো লাগছে। এ নাটকে আমাকে হাফসানা ও চঞ্চল ভাইকে দিনার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।   যেখানে মেয়েটা পরিপাটি ও শুদ্ধ ভাষায় কথা বললেও দিনারকে দেখা যাবে উল্টো। পছন্দের খাতিরে মেয়েটা তাকে পরিবর্তন করার চেষ্টা করে এবং ঘটতে থাকে নানা ঘটনা। ’

খুব শিগগিরই যে কোনো টিভিতে প্রচার হবে নাটক ‘গ্রীষ্মের কোকিল’।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।