ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

বিনোদন

ভালোবাসা দিবসে তৌকীর-বিপাশা যেখানে থাকবেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
ভালোবাসা দিবসে তৌকীর-বিপাশা যেখানে থাকবেন বিপাশা হায়াত ও তৌকীর আহমেদ

গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকা থেকে পাঁচ কিলোমিটার দূরে রাজাবাড়ি বাজার এলাকা। এখানে আছে তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত দম্পতির গড়ে তোলা নক্ষত্রবাড়ি রিসোর্ট।

এবারের ভালোবাসা দিবসটা তারা সেখানেই উদযাপনের পরিকল্পনা করেছেন।

তৌকীর ও বিপাশা ভালোবেসেই বিয়ে করেন। তাই ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে নক্ষত্রবাড়িতে আসা যুগলদের মাঝে দিনটি কাটাতে চান তারা। আড্ডা দেওয়ার পাশাপাশি তৌকীর-বিপাশা আয়োজন করছেন গানের অনুষ্ঠান, রোমান্টিক ছবি দেখার ব্যবস্থা এবং মোমবাতির আবহে নৈশভোজ। দর্শনার্থীদের পরে আসতে হবে লাল ও সাদা রঙের পোশাক।

নক্ষত্রবাড়ি রিসোর্টের বিপণন কর্মকর্তা নিতাই বাংলানিউজকে বলেন, ‘ভালোবাসা দিবসকে সামনে রেখে নক্ষত্রবাড়ি রিসোর্টকে সুন্দরভাবে সাজানো হচ্ছে। সেদিন সকাল থেকে রাত পর্যন্ত অতিথিদের সঙ্গ দেবেন তৌকীর ভাই ও বিপাশা আপা। আমাদের আশা, ভালোবাসার মানুষকে নিয়ে স্মৃতিময় দিন কাটবে সবার। এখানে দম্পতিদের জন্য রাখা হয়েছে হানিমুন কটেজ। ’

বাংলাদেশ সময় : ১২০৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।