ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

বিনোদন

দ্বৈতরুপে বাবু'র ‘প্রতিদান’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
দ্বৈতরুপে বাবু'র ‘প্রতিদান’

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত একটি নাটকে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সাঈদ বাবু। নাটকের নাম ‘প্রতিদান’।

এ নাটকে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন ঈশানা, নাঈম ও শিরিন বকুল। সম্প্রতি নবাবগঞ্জের বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে।

আসাদউল্লাহর রচনায় এ নাটকটি পরিচালনা করেছেন দীন মোহাম্মদ মন্টু। এ নাটকটি নিয়ে অভিনেতা সাঈদ বাবু বাংলানিউজকে বলেন, ‘এ নাটকে আমার চরিত্রের নাম জহির। মুক্তিযুদ্ধ ও তার পরবর্তীকালীন প্রেক্ষাপট নিয়ে নাটকের গল্প। এখানে আমাকে যুবক ও বৃদ্ধ দুটি রূপে দেখা যাবে। ’

ফেব্রুয়ারিতে যে কোনো টিভিতে প্রচার হবে নাটক ‘প্রতিদান’।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।