ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাংলাভিশন পদার্পণ করছে দশ বছরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
বাংলাভিশন পদার্পণ করছে দশ বছরে

‘দৃষ্টি জুড়ে দেশ’এই শ্লোগান নিয়ে ২০০৬ সালের ৩১ মার্চ আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয় বাংলাভিশনের। ৩১ মার্চ নবম বছর শেষে দশম বছরে পদার্পণ করছে চ্যানেলটি।

শুরু থেকেই বাংলাভিশনের উদ্দেশ্য ছিলো বাংলা সংস্কৃতি এবং বাংলাদেশি সংস্কৃতি সঠিকভাবে দর্শকের সামনে তুলে ধরা।  

 

এ প্রসঙ্গে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ বলেন, ‘৩১ মার্চ, ২০১৫ প্রতিষ্ঠাবার্ষিকীতে দশম বছরের যাত্রাকে আমরা উদযাপন করবো দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার মধ্যদিয়ে। ’

 

বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও চিত্রনায়ক রিয়াজের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন রাত ৮টা ১৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ টক শো ‘আনন্দ বেদনার কাব্য-২০১৫’।  

৩১ মার্চ সকাল ৯টা থেকে স্টুডিও’তে অনুষ্ঠিত সরাসরি সঙ্গীতানুষ্ঠান ‘১০ম বর্ষে পদার্পণ’-এর পাশাপাশি সারাদিন প্রচারিত হবে রোড শো ‘বাংলার পথে বাংলাভিশন রথে’। বিশেষ একক নাটক ‘শূন্যতার বৃত্তে’ প্রচারিত হবে ৩১ মার্চ রাত ৯টা ০৫মিনিটে।  

 

জনপ্রিয় জাদুশিল্পী জুয়েল আইচ-এর অংশগ্রহণে ‘রাত বিরাতে’র বিশেষ পর্ব প্রচারিত হবে ৩১ মার্চ রাত ১১টা ২৫মিনিটে। জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ ও শাহ আলম সরকারের অংশগ্রহণে বিশেষ পালাগান ‘ভুইলনা মন তাহারে’ প্রচারিত হবে ০১ এপ্রিল সন্ধ্যা ৬টা ০৫মিনিটে।  

 

এছাড়া ‘মিউজিক ক্লাব’ প্রচারিত হবে ০১ এপ্রিল রাত ১১টা ২৫মিনিটে। বিশেষ এই পর্বে গাইবেন আঁখি আলমগীর। বিশেষ আয়োজনের পাশাপাশি থাকবে ঢাকা এবং ঢাকার বাইরের আনন্দ র‌্যালিসহ বিশেষ অনুষ্ঠানের খবর। ’

 

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।