প্রতিষ্ঠার ৬০ বছর পূর্ণ করছে বাংলা একাডেমি। গৌরব ও ঐতিহ্যের ছয় দশক পূর্তিতে ৩ ও ৪ ডিসেম্বর আয়োজন করা হয়েছে দু’দিনের হীরকজয়ন্তী উৎসব।
আয়োজকরা জানান, ৩ ডিসেম্বর সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ ও ভাষাবিজ্ঞানী ড. মুহম্মদ শহীদুল্লাহর সমাধিতে একাডেমির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। বিকেল সাড়ে ৩টায় রবীন্দ্রচত্বরে বাংলা একাডেমির সদস্য-ফেলো-কবি-লেখক-বুদ্ধিজীবি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে থাকছে সংবর্ধনা অনুষ্ঠান।
বিকেল ৫টায় আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে হীরকজয়ন্তী স্মারক বক্তৃতা অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। স্মারক বক্তৃতা রাখবেন ভারতের চেন্নাইয়ের লেখক-গবেষক ভি. বি গণেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি নাট্যজন শাঁওলী মিত্র ও কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি বারিদবরণ ঘোষ। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
বিকেল সাড়ে ৫টায় নভেরা প্রদর্শনী কক্ষে থাকছে ‘বাঙালি মনীষার দীপ্ত প্রতিকৃতি’ শীর্ষক ২৪ দিনের প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান। পাশাপাশি মোড়ক খোলা হবে বাংলা একাডেমি প্রতিষ্ঠাবার্ষিক বক্তৃতা গ্রন্থের।
সংগীতাঙ্গনের দুই প্রজন্মের শিল্পী রফিকুল আলম ও অনিমা রায় এবং জাতীয় কবির নাতনী অনিন্দিতা কাজী নিজেদের পরিবেশনা নিয়ে হাজির হবেন একই মঞ্চে। বাংলা একাডেমির হীরকজয়ন্তী উপলক্ষে আয়োজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন তারা।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘন্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এসও/জেএইচ