ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঢাকায় লোপামুদ্রা ও জয়তী চক্রবর্তীর গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
ঢাকায় লোপামুদ্রা ও জয়তী চক্রবর্তীর গান লোপামুদ্রা মিত্র ও জয়তী চক্রবর্তী

লোপামুদ্রা মিত্র ও জয়তী চক্রবর্তী দু’জনই রবীন্দ্রসংগীতে বিস্তর প্রশংসা কুড়িয়েছেন। কলকাতার এ দুই প্রতিভা আধুনিক গানেও দেখিয়েছেন সমান দক্ষতা।

বিশেষ করে লোপামুদ্রা এক ঘরানা ছেড়ে অন্যটিতে পা রেখেছেন বারবার। প্রচুর চলচ্চিত্রে গান করেছেন। তার কণ্ঠে কবিতা গান হয়ে উঠেছে। মেতেছেন ফোক নিয়েও। এ দুই শিল্পী এসেছেন ঢাকায়।

গান করবেন ঢাকার উত্তরা ক্লাবে। ইউসিবি ফ্যামিলি লাউঞ্জে আজ (৩ ডিসেম্বর) গাইবেন তারা। অনুষ্ঠান শুরু হবে রাত সাড়ে ৭টায়।

‘আ হলিডে অব মিউজিক’ নাম দেওয়া হয়েছে এ আয়োজনের। উত্তরা ক্লাবই আয়োজক। ইতোমধ্যে লোপামুদ্রা ও জয়তী ঢাকায় এসেছেন।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।