ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

বিনোদন

শ্রদ্ধার ৭২ ঘণ্টা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৩, ডিসেম্বর ৪, ২০১৫
শ্রদ্ধার ৭২ ঘণ্টা শ্রদ্ধা কাপুর

একসঙ্গে দু্ই ছবি আর বিজ্ঞাপনী চুক্তি, সব মিলিয়ে দম ফেলার ফুরসত পাচ্ছেন না শ্রদ্ধা কাপুর! এর মধ্যে টানা ৭২ ঘণ্টা কাজের মধ্যেই থাকতে হলো তাকে। বলিউডের এই অভিনেত্রী এখন ব্যাংককে ‘বাঘি’ ছবির কাজ করছেন।



সেখানে রাতভর ক্যামেরার সামনে থাকার পর ক্লান্তি ভুলে সরাসরি চলে যান বিমানবন্দরে। কয়েক ঘণ্টার জন্য মুম্বাইয়ে এসেছিলেন ২৬ বছর বয়সী এই তারকা। একটি পণ্যের সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি দুটি বৈঠকও করেছেন তিনি। এরপর আবার ব্যাংককে গিয়ে পরদিনের নির্ধারিত কাজ করেছেন ‘এক ভিলেন’ তারকা।

শ্রদ্ধার মুখপাত্র এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, একটি পণ্যের চুক্তির আওতায় দুই ঘণ্টার জন্য মুম্বাইয়ে এসেছিলেন তিনি। এজন্যই ‘বাঘি’র কাজ যেন ব্যাহত না হয় সেজন্য নির্ঘুম রাত কাটিয়েও বিশ্রাম নেননি।

‘বাঘি’ ছাড়াও শ্রদ্ধার হাতে রয়েছে ‘রক অন টু’র কাজ। দুটি ছবিই মুক্তি পাবে আগামী বছর।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।