গত ৪ ডিসেম্বর রাতে দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজি মন্দির প্রাঙ্গণে যাত্রাপালার প্যান্ডেলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ক্ষোভ বিরাজ করছে যাত্রাশিল্পী ও সংস্কৃতিমনা মানুষের মনে।
জানা যায়, সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে মানববন্ধন। একই দিন বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে থাকছে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।
বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি ও যাত্রানট মিলন কান্তি দে বলেন, ‘যাত্রা বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী শিল্প। যাত্রা বাঙালির চেতনা, জাতীয়তাবাদ ও মানুষের অধিকার নিয়ে কথা বলে। সংস্কৃতি ধ্বংস করার এই নগ্ন তৎপরতার বিরুদ্ধে আমরা চরম ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানাই। ’
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এসও/জেএইচ