ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

বিনোদন

এবার ‘কিল বিল থ্রি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
এবার ‘কিল বিল থ্রি’ ‘কিল বিল’ সিরিজে উম‍া থারম্যান

আমেরিকান মার্শাল আর্টস সিরিজ ‘কিল বিল’-এর নতুন কিস্তি বানানোর মেজাজে আছেন মার্কিন পরিচালক কোয়ান্টিন টারান্টিনো। এরই মধ্যে ছবিটির সম্ভাব্য গল্প ভাবতে শুরু করেছেন তিনি।

৫২ বছর বয়সী এই অস্কারজয়ী এই আশার কথা জানিয়েছেন।

‘কিল বিল’ সিরিজের বিদ্রোহী মেয়ে দ্য ব্রাইড চরিত্রে অনবদ্য অভিনয় নৈপুণ্য দেখিয়েছেন উমা থারম্যান। তিনিই আবার কাজ করবেন জানিয়ে টারান্টিনো বলেন, ‘অবশ্যই এই সিরিজের তৃতীয় ছবিটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি আর উমা আবার একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। ’

এদিকে টারান্টিনোর নতুন ছবি ‘দ্য হেটফুল এইট’ মুক্তি পাবে আগামী বছরের ৮ জানুয়ারি।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।