ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

বিনোদন

দিতির শারীরিক অবস্থা সংকটাপন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
দিতির শারীরিক অবস্থা সংকটাপন্ন দিতি/ছবি: নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতির শারীরিক অবস্থার সংকটাপন্ন। এ খবর জানিয়েছেন তারই মেয়ে লামিয়া।

ভারতের চেন্নাইয়ের এমআইওটি হাসপাতালের (মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রামোটলজি) আইসিইউতে রাখা হয়েছে দিতিকে।

লামিয়া ফেসবুকে দীর্ঘ একটি পোস্টে জানান, কৃত্রিম উপায়ে শ্বাস নিচ্ছেন তার মা। আরও একটা অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হলে তা সম্ভব নয়। তিনি মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এদিকে লামিয়া আরও জানান, দিতির শারীরিক অবস্থা নিয়ে ভুলভাল খবর প্রকাশ হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। বিষয়টি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। দিতির পরিবার এর প্রতিকার চেয়েছেন খোদ সাংবাদিকদের কাছেই।    

গত ২৯ জুলাই চেন্নাইয়ে দিতির মস্তিষ্কে প্রথমবারের মতো অস্ত্রোপচার হয়েছিল। এরপর তিনি ঢাকায় ফিরে বেশ কিছুদিন সুস্থ ছিলেন। এরপর মস্তিষ্কে পানি জমায় আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত দিতিকে দ্বিতীয়বারের মতো চেন্নাইয়ে নেওয়া হয়। ৩ নভেম্বর আবারও তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১০
এসও

** অাপাতত দেশে ফিরছেন না দিতি
** এক মাস কাউকে চিনতে পারছিলেন না দিতি!
** দিতির মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন
** ফের চেন্নাই যাচ্ছেন দিতি
** দিতির শারীরিক অবস্থার অবনতি
** হাসপাতাল ছেড়ে নতুন বাসায় দিতি
** দিতি সুস্থ, দেশে ফিরবেন শিগগিরই
** সুস্থ হয়ে উঠছেন দিতি
** দিতির সফল অস্ত্রোপচার
** হাসপাতাল থেকে দিতির বার্তা

** দিতির জন্য শুভকামনা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।