ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

বিনোদন

ধাওয়া খেলেন জন-ধাওয়ান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
ধাওয়া খেলেন জন-ধাওয়ান! ‘ঢিসুম’-এর ফার্স্টলুক পোস্টার

বাইক চালাচ্ছেন জন আব্রাহাম, সাইড কার্টে বরুণ ধাওয়ান। সবুজ ও কমলা রঙের পাঠান স্যুটে সেজেছেন তারা।

মনে হচ্ছে ধাওয়া খেলেন জন-ধাওয়ান! যারা তাড়া করছে, তারা রয়েছে উট আর বাইকে। এটা বলিউডের নতুন ছবি ‘ঢিসুম’-এর প্রথম দর্শন পোস্টার। ছবিতে এই দুই তারকা পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন।

মজার কথা হচ্ছে, এটা অফিসিয়ালি প্রকাশিত পোস্টার নয়। গত সোমবার সকালে ‘বিগ সারপ্রাইজ’ দেওয়ার কথা ছিল বরুণ ধাওয়ানের। কিন্তু তর সইল না তার। রবিবার রাতেই সেই সারপ্রাইজ এনে ফেললেন প্রকাশ্যে, টুইটারে। ছবিতে জন আব্রাহাম এবং নিজের নামও জানিয়ে দিয়েছেন, কবির এবং জুনেদ।
  
‘ঢিসুম’ ছবিতে নায়িকার ভূমিকায় দেখা যাবে জ্যাকুলিন ফার্নান্দেজকে। পরিচালনা করেছেন বরুণের ভাই রোহিত ধাওয়ান। ছবিটি মুক্তি পাওয়ার কথা নতুন বছরের ২৯ জুলাই।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।