ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

বিনোদন

টার্গেটের ধোঁয়ায় নায়লা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
টার্গেটের ধোঁয়ায় নায়লা! নায়লা নাঈম

আরেকটি ছবির আইটেম গানে নাচলেন মডেল নায়লা নাঈম। সাইফ চন্দন পরিচালিত ‘টার্গেট’-এ দেখা যাবে তাকে।

সম্প্রতি কক্সবাজারে এর দৃশ্যধারণ হয়েছে। এখানে আরও ছিলেন আনিসুর রহমান মিলন, নিরব, মিশা সওদাগর, ডন প্রমুখ।

এর আগে তন্ময় তানসেন পরিচালিত ‘রানআউট’ ছবির আইটেম গানে নেচে আলোচনায় আসেন মডেল নায়লা নাঈম। মুক্তির অপেক্ষায় থাকা হাবিবুল ইসলাম হাবিবের ‘রাত্রীর যাত্রী’ ছবির আইটেম গানেও কোমর দুলিয়েছেন তিনি। গত ঈদুল আজহায় মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় ‘মাস্তি আনলিমিটেড’ নাটকে ‘জান ও বেবি’ শিরোনামের আইটেম গানে নাচতে দেখা গেছে তাকে। এবার তিনি যুক্ত হলেন ‘টার্গেট’ ছবির ‘ধোঁয়া’ শিরোনামের গানে।

এর কথা এমন- ‘বাইরে ধোঁয়া ঘরে আগুন/ছুঁয়ে দেরে তুই পুড়বো দ্বিগুণ/হায়রে ধোঁয়া কেনো উড়িস/আমাকে তুই উলালা করিস/হাওয়া দে রে পাগলা এই আঁচলে/ধোঁয়া দে রে পাগলা তলে তলে’। এটি লিখেছেন সোমেশ্বর অলি। শওকত আলী ইমনের সুর ও সংগীতে এটি গেয়েছেন লেমিস। গানটির নৃত্য পরিচালনা করেছেন খালিদ, চিত্রগ্রহণে ছিলেন হৃদয় সরকার। ছবি মুক্তির আগেই অনলাইনে দেখা যাবে ‘ধোঁয়া’র ভিডিও।

জানা গেছে, কক্সবাজারে দৃশ্যধারণ শেষে দু’একদিনের মধ্যে ঢাকায় ফিরবে ‘টার্গেট’ বাহিনী। আরশাদ আদনান প্রযোজিত ছবিটির অন্য অভিনয়ল্পীরা হলেন- আইরিন, অমৃতা, তানভীর, সানজিদা তন্ময় ও অনেকে।

বাংলাদেশ সময় : ০২১৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।