ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

বিনোদন

রাজকন্যার জন্য রানীর উপহার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
রাজকন্যার জন্য রানীর উপহার

দুই দিন হলো কন্যাসন্তানের মা হয়েছেন রানী মুখার্জি। তার স্বামী প্রযোজক আদিত্য চোপড়া মেয়ের নাম রেখেছেন আদিরা।

এরই মধ্যে নবজাতককে নতুন দুটি বাংলো উপহার দিলেন বলিউডের এই তারকা দম্পতি।

বলিউডলাইফ জানিয়েছে, মুম্বাইয়ের জুহু এলাকায় বাংলো বাড়ি দুটির নির্মাণকাজ চলছে। এগুলো আদিত্যর অফিস যশরাজ স্টুডিও থেকে খুব বেশি দূরে নয়। ইয়ারি রোডে রানীর অ্যাপার্টমেন্ট থেকেও অনায়াসে যাওয়া যায় সেখানে।

গত ৯ ডিসেম্বর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে প্রথম সন্তান জন্ম দেন রানী। গত বছর আদিত্যর সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান। তাকে সর্বশেষ এ বছর ‘মারদানি’ ছবিতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
বিএসকে/জেএইচ

* রানীর মেয়ে আদিরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।