ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

বিনোদন

তিশার নাচমহল থেকে…

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
তিশার নাচমহল থেকে…

‘তার একটা নাচমহল আছে’- এ তথ্যের সূত্র ধরে আমরা চলে যাই বহু বছর আগে। সাল ১৯৭৬।

মুক্তিযুদ্ধ পরবর্তী ধাক্কা তখনও পুরোপুরি সামলে উঠতে পারেনি বাংলাদেশ। দেশবিরোধী-চক্রান্তকারীরা তলে তলে মাথা উঁচু করছে, প্রভাব বিস্তার করছে সমাজে। ওই সময়ে চোখ রাখা হলো তিশার নাচমহলে।

চোখ রাখলেন আবু হায়াত মাহমুদও, ক্যামেরার লেন্সে। ফ্রেমে ফ্রেমে তুলে আনলেন সত্তরের এক নারীকে। যে শিক্ষিতা, একাত্তরে যে সম্ভ্রমহানির শিকার; পরবর্তীতে সমাজের প্রত্যাখান, যৌনকর্মী হিসেবে জীবিকা বেছে নেওয়ার বাধ্যতামূলক সিদ্ধান্ত- সবই। এ নিয়ে তৈরি হলো টেলিছবি ‘আঁধারের ঋণ’। যে মেয়েকে ঘিরে এর গল্প, ওই চরিত্রে অভিনয় করেছেন তিশা।

মোশাররফ করিমও কম গুরুত্বপূর্ণ নন। নেতিবাচক চরিত্র তার। একাত্তরে রাজাকার ছিলেন, পরবর্তীতে স্বাধীন দেশে তিনি অভিজাত ব্যবসায়ী। আছেন আহমেদ রুবেলও। নির্মাতা জানিয়েছেন, গত সপ্তাহে এর দৃশ্যধারণ শেষ হয়েছে রাজশাহীর সারদা পুলিশ একাডেমীতে।

গল্প তাবারক হোসেন ভূঁইয়ার। চিত্রনাট্য লিখেছেন মাসুম শাহরিয়ার। অভিনয়ে আরও আছেন সুজাত শিমুল, রামিজ রাজু, খায়রুল আলম টিপু, শেখ মাহবুবুর রহমান, নীলা ইসলাম প্রমুখ।

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাত ৭টা ৪০ মিনিটে আরটিভির পর্দায় ভাসবে তিশার নাচমহল, নাচমহলে তিশা।

* ‘আঁধারের ঋণ’ টেলিছবির ট্রেলার :


বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।