ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

বিনোদন

দিলীপ কুমার-এলিজাবেথকে নিয়ে ‘তাজমহল’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
দিলীপ কুমার-এলিজাবেথকে নিয়ে ‘তাজমহল’! দিলীপ কুমার ও এলিজাবেথ টেলর

ধরুন এলিজাবেথ টেলরের সঙ্গে দিলীপ কুমার অভিনয় করেছেন, তাহলে কিন্তু সায়রা বানুর সঙ্গে বলিউডের এই অভিনেতার বিয়ে হতো না! অজানা সেকথাই জানালেন ৭১ বছর বয়সী সায়রা।

দিলীপ ও এলিজাবেথকে তাজমহলকে ঘিরে একটি ছবি নির্মাণের কথা ভেবেছিলেন ডেভিড লিন।

কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। সেজন্যই দিলীপ কুমারকে বিয়ে করতে পেরেছেন সায়রা!

জানা গেছে, ‘লরেন্স অব অ্যারাবিয়া’য়ও দিলীপ কুমারকে নিতে চেয়েছিলেন ডেভিড লিন। কিন্তু তিনি তা ফিরিয়ে দেন। পরে নেওয়া হয় ওমর শরীফকে। তখনই ‘তাজমহল’-এর কথা জানতে পারেন সায়রা। শুনে তো তার বুক ভয়ে দুরু দুরু করছিলো!

দিলীপ কুমারকে পদ্মবিভূষণ খেতাব হস্তান্তরের সময় সায়রা বলেন, ‘ভাবুন তো একবার, দিলীপ সাহেব ও এলিজাবেথ একসঙ্গে, হায় ঈশ্বর! তারা যদি একসঙ্গে কাজ করতেন তাহলে আমার আর তার সঙ্গে ঘর বাঁধার সুযোগ থাকতো না!’

সায়রা আরও জানান, হলিউডে কাজ করার ব্যাপারে দিলীপ কুমারের কোনো ইচ্ছা ছিলো না। তিনি কখনও এটা চাননি।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।