ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

বিনোদন

মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন সানি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন সানি সানি লিওন

খুব তাড়াতাড়ি মা হওয়ার পরিকল্পনা করছেন সানি লিওন। সন্তান নেওয়ার জন্য তার ওপর চাপ আসছে শাশুড়ির তরফ থেকে।

তাই স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে মিলে এ নিয়ে ভাবতে শুরু করেছেন তিনি। তারা শিগগিরই মা-বাবা হতে চান।

এখন সানি লিওনের গলা অবধি কাজ! হাতে আছে একাধিক ছবি, আইটেম গান, বিজ্ঞাপনচিত্র। ব্যস্ততা কমে গেলেই সন্তান নেওয়ার প্রক্রিয়ায় ঢুকে পড়তে চান তিনি। তার ভাষ্য, ‘আমরা উভয়ে সন্তান চাই। শুধু উপযুক্ত সময়ের দিকে চেয়ে আছি। শাশুড়ি গত সপ্তাহে অভিযোগ করে বায়না ধরেছেন, তার নাতি-নাতনি চাই। আমরা নাকি অনেক সময় নিয়ে নিচ্ছি। ’

২০০৯ সালের জানুয়ারিতে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন সানি লিওন। দু’জনই ছিলেন বড়দের ছবির উপযোগী তারকা।  

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।