ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বুলবুলের ‘রূপসী বাংলার গান’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
বুলবুলের ‘রূপসী বাংলার গান’ ‘রূপসী বাংলার গান’ অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের দৃশ্য

সাধারণত নিজের লেখায় সুর দেন অাহমেদ ইমতিয়াজ বুলবুল। নিজের লেখা-সুরে অনেক শ্রোতাপ্রিয় দেশের গান উপহার দিয়েছেন তিনি।

এবার অন্যের দেশাত্মবোধক কথায় সুর দিয়েছেন বুলবুল। তার সুরে বের হয়েছে দেশের গানের মিশ্র অ্যালবাম ‘রূপসী বাংলার গান’।  

অ্যালবামের সবকটি গানের কথা লিখেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী কমল কলি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন লুইপা, মারুফা, নন্দিতা, মেহেদী ও স্মরণ। মঙ্গলবার  (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় এর মোড়ক খোলা হয়। বিজয় দিবস উপলক্ষে অ্যালবামটি প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন।

আহমেদ ইমতিয়াজ বুলবল একই সঙ্গে গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও মুক্তিযোদ্ধা। তার সুরে ‘সব কটা জানালা খুলে দাও না’, ‘ও মাঝি নাও ছাইড়া দে’, ‘সেই রেল লাইনের ধারে’, ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’, ‘মাগো আর তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না’, ‘একতারা লাগেনা আমার দোতারাও লাগে না’- প্রভৃতি দেশের গান শ্রোতাপ্রিয় হয়েছে। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।