ঢাকা: রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা, অভিনেতা এবং নাট্যনির্দেশক মজিবুর রহমান দিলুর শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো বলে জানিয়েছেন তার স্ত্রী।
তার স্ত্রী রানী রহমান জানান, তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও রক্তে সংক্রমণজনিত সমস্যা এবং অস্ত্রোপচারের জন্য বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
রক্তে সংক্রমণ সেপ্টিসিমিয়া (সিডিমোনাস), কিডনিতে পাথর, ডায়াবেটিসসহ অন্যান্য সমস্যার কারণে গত ৮ ডিসেম্বর ডা. মো. দেলওয়ার হোসেনের অধীন তিনি বারডেম হাসপাতালে ভর্তি হন।
এর আগে ২০০৫ সালে তিনি গুলেন বারি সিনড্রোমে (জিবিএস) আক্রান্ত হয়ে প্রায় ৯ মাস বারডেম হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) কোমায় ছিলেন।
মজিবুর রহমান দিলুর উল্লেখযোগ্য মঞ্চ নাটক:
আমি গাধা বলছি, নানা রঙ্গের দিনগুলি, জনতার রঙ্গশালা, নীল পানিয়া, আরেক ফাল্গুন, ওমা কি তামশা।
এ ছাড়াও বিটিভিতে প্রচারিত তথাপি, সময় অসময়, সংশপ্তক ইত্যাদি নাটকে অভিনয় করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এটি