ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অসিনের বিয়ে ২৩ জানুয়ারি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
অসিনের বিয়ে ২৩ জানুয়ারি অসিন

বিয়ের পিঁড়িতে বসবেন অসিন, বেশ কিছুদিন আগে এ খবর বেরিয়ছে। সানাই বাজবে কবে সে দিনক্ষণ নিয়ে নানা গুজব শোনা গেছে।

অবশেষে চূড়ান্ত হলো তা। আগামী ২৩ জানুয়ারি মাইক্রোম্যাক্স মোবাইলের সিইও রাহুল শর্মাকে বিয়ে করতে যাচ্ছেন বলিউডের এই অভিনেত্রী।

দুই পরিবারে এখন চলছে প্রস্তুতি। অতিথিদের কাছে পৌঁছে গেছে সোনালি রঙা বিয়ের কার্ড। নয়াদিল্লিতে তিন দিন ধরে হবে আনুষ্ঠানিকতা। মেহেদি, সংগীত, বিয়ের পর মুম্বাইয়ে রয়েছে বিবাহোত্তর সংবর্ধনা।

সুখী বৈবাহিক জীবনে ডুবে থাকতে অসিন তার হাতের সব কাজ সম্পন্ন করে নিচ্ছেন। বিয়ের পর অভিনয় প্রায় ছেড়ে দেবেন বলেই ঠিক করেছেন তিনি। পরিবারেই শুধু মনোযোগ দিতে চান 'গজিনি' তারকা।

কয়েক বছর আগে রাহুলের সঙ্গে অসিনের দেখা। তাদেরকে পরিচয় করিয়ে দেন বলিউড তারকা অক্ষয় কুমার। এরপর থেকে তাদের মধ্যে সখ্য গড়ে ওঠে। এ বছরের সেপ্টেম্বরে অসিনকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দেন। রাজি হওয়ায় তার অনামিকায় 'এআর' লেখা ২০ ক্যারেটের আংটি পরিয়ে দেন রাহুল। এর মূল্য ৬ কেটি কোটি রুপি।

বাংলাদেশ সময় : ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
জেএইচ/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।