ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ক্যানসারজয়ী মনীষার নতুন ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
ক্যানসারজয়ী মনীষার নতুন ছবি মনীষা কৈরালা

ক্যানসার জয় করেছেন অভিনেত্রী মনীষা কৈরালা। রোগমুক্তির পর কাজও শুরু করেছেন তিনি।

কথা ছিলো রাজকুমার সন্তোষীর ছবি দিয়ে অভিনয়ে প্রত্যাবর্তন করবেন । কিন্তু তেমনটা ঘটছে না। নতুন বছরের প্রথম মাসেই মনীষার ছবি মুক্তি পাচ্ছে, তবে অন্যটি। এর নাম ‘ওরু মেলিয়া কোড়ু’। এটি তামিল ও কন্নড় থ্রিলার।

৪৫ বছর বয়সী বলিউড অভিনেত্রী মনীষার ছবিটি মুক্তি পাবে আগামী ২২ জানুয়ারি। এর পরিচালক এএমআর রমেশ।
   
পরিচালক জানান, ছবিটির চিত্রনাট্য এমনই, যা শোনার পরে আর স্থির থাকতে পারেননি মনীষা। চিত্রনাট্য শোনার পরেই সিদ্ধান্ত নেন যে, এই ছবি দিয়েই সিনেমায় প্রত্যাবর্তন ঘটবে তার। তাই রাজকুমার সন্তোষীর ছবির প্রস্তাব পাওয়া সত্ত্বেও তিনি শুটিংয়ের কাজে হাত দেননি।

একটি খুনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ছবিটি। ছবিতে স্ত্রী মনীষাকে খুন করার জন্য সন্দেহভাজনের তালিকায় রয়েছেন স্বামী শ্যাম।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এসও/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।