ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সোনাক্ষীর গানে মাতামাতি (নতুন ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
সোনাক্ষীর গানে মাতামাতি (নতুন ভিডিও) সোনাক্ষী সিনহা

ডাবস্ম্যাশ অনেক হয়েছে, এখন ‘ইশকহোলিক’ মেজাজে আছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ‘ইশকহোলিক’ হলো নতুন গানের শিরোনাম।

এর মাধ্যমে সম্প্রতি ‘ইন্ডিয়ান আইডল জুনিয়র’ সংগীত প্রতিযোগিতায় মূল বিচারকের দায়িত্ব পালন করা এই তারকার অভিষেক হলো গানে।
 
সোনাক্ষীর গায়কীর প্রশংসায় পঞ্চমুখ বলিউড তারকারা। সবাই জানিয়েছেন ভালোলাগার কথা। ২৩ ডিসেম্বর ও বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) টুইটারে তাদের ইতিবাচক মন্তব্য দেখে আনন্দিত ২৮ বছর বয়সী এই তারকা।
 
‘এক্সোটিক’, ‘ইন মাই সিটি’র মতো গান গাওয়া বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, ‘তোমাকে নিয়ে আমি খুব গর্বিত সোনা। আমার নিজেরও ইশকহোলিক লাগছে! একেই বলে আসল সোনা! দেখুন না। ’
 
সোনাক্ষীর ‘লুটেরা’ ছবির সহশিল্পী রণবীর সিং লিখেছেন, ‘মেজাজটা কি ইশকহোলিক? আসল সোনা কাবু করে দিলো!’ জন অ্যাব্রাহামের সঙ্গে অভিনয় দেওর পরিচালনায় ‘ফোর্স টু’ ছবির কাজ করছেন সোনাক্ষী। জন বলেন, ‘দারুণ গেয়েছো। তুমিই আসল সোনা!’
 
‘ইন্ডিয়ান আইডল জুনিয়র’ সংগীত প্রতিযোগিতার আরেক মূল বিচারক সংগীতশিল্পী বিশাল দাড়লানি লিখেছেন, ‘আমার জানাশোনা আছে এমন মানুষদের মধ্যে চমৎকার ও। ইশকহোলিক হয়ে গেছি। সোনাক্ষী সিনহা গান গেয়ে হৃদয় কেড়েছে। ’ একই প্রতিযোগিতার আরেক বিচারক সংগীতশিল্পী সেলিম মার্চেন্ট বলেছেন, ‘ওয়াও! মনে হচ্ছে তুমি অনেকদিন ধরে গাও। তোমার গায়কী দুর্দান্ত সোনা! খুব ভালো লেগেছে। ’
 
সোনাক্ষীর গাওয়া গানের ভিডিওর চিত্রায়ন হয়েছে ভারতের গোয়ায়। এর সংগীত পরিচালনা করেছেন মিট ব্রস। এটি লিখেছেন কুমার। ভিডিওটি ইউটিউবে উঠেছে গত ২৩ ডিসেম্বর। এরই মধ্যে এটি দেখা হয়েছে ৫ লাখ ২৩ হাজার বারেরও বেশি।
 
* ‘ইশকহোলিক’ গানের ভিডিও :

 
বাংলাদেশ সময় : ০৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।