ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

বিনোদন

রেডিসন হোটেলে ‘থার্টিফার্স্ট নাইট সেলিব্রেশন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৪, ডিসেম্বর ২৮, ২০১৫
রেডিসন হোটেলে ‘থার্টিফার্স্ট নাইট সেলিব্রেশন’ (বাঁ থেকে) কানিজ সুবর্ণা, ইমি ও নায়লা নাঈম

রাজধানীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের উৎসব হলে আগামী ৩১ ডিসেম্বর রাতে অনুষ্ঠিত হবে জমকালো পার্টি ‘থার্টিফার্স্ট নাইট সেলিব্রেশন’। এতে থাকছে আইটেম গানের তালে নাচ, তারকাদের পরিবেশনা, কনসার্ট, ফ্যাশন শো এবং লাইভ মিউজিক।



ইংরেজি নববর্ষ উদযাপনের এই অনুষ্ঠানে গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কানিজ সুবর্ণা। আইটেম ড্যান্স পরিবেশন করবেন সময়ের আলোচিত নায়লা নাঈম। আসরজুড়ে থাকবে দেশের প্রথম সারির মডেল ইমি, মারিয়া, আঁখি, মাশিয়াত ও ঝুমুরদের অংশগ্রহণে ফ্যাশন শো।

অনুষ্ঠানটি শুরু হবে রাত ৮টায়, চলবে মধ্যরাত পর্যন্ত। এই আয়োজন পরিচালনা করছে রূপকথা ইভেন্টস অ্যান্ড কমিউনিকেশন। প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী রুবাইয়াত ঠাকুর রবিন বাংলানিউজকে জানান, অনুষ্ঠানটির টিকিট পাওয়া যাচ্ছে রেডিসন হোটেলের লবিতে।

বাংলাদেশ সময় : ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।