ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

লন্ডনে বাড়ি বেচে দিচ্ছেন টম ক্রুজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
লন্ডনে বাড়ি বেচে দিচ্ছেন টম ক্রুজ টম ক্রুজ

হলিউডের হেভিওয়েট তারকা টম ক্রুজ ও কেটি হোমসের সঙ্গে বৈবাহিক সম্পর্কের পাট চুকে গেছে তিন বছর আগে। দু’জনার পথ এখন দু’দিকে।

এখন আর স্মৃতি রেখে লাভ কী! তাই লন্ডনে বেড়াতে গেলে প্রাক্তন স্ত্রীর সঙ্গে যে বাড়িতে থাকতেন, সেটা বেচে দিচ্ছেন টম।

লন্ডনের ৩০ মাইল দক্ষিণে ওয়েস্ট সাসেক্সে অবস্থি ১৪.২ একর জমির ওপর বাড়িটি। এর মূল্য ধরা হয়েছে সাড়ে ৪৯ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় ৫৭ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকারও বেশি।

জানা গেছে, ২০০৬ সালে ৩০ লাখ পাউন্ডে বাড়িটি কিনেছিলেন টম ও কেটি। এখানে পাঁচ-ছয়টি শোবার ঘর রয়েছে। এ ছাড়া আছে আটটি বাথরুম। এর মধ্যে পাঁচটি পূর্ণ আর তিনটি তার অর্ধেক আয়তনের। এখানে আরও রয়েছে ৯০০ স্কয়ার ফুটের লিভিং রুম, ব্যালকনিসহ ৩৩ ফুট দৈর্ঘ্যের মূল বেডরুম, বাইরে আছে লন, টেনিস কোর্ট, সুইমিং পুল। আলাদা প্যাভিলিয়নে আছে দুটি আলাদা শোবার ঘর, রান্নাঘর, লিভিং রুম ও বাথরুম।

২০১২ সালে কেটির সঙ্গে বিচ্ছেদের পর যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে ২ হাজার ২০০ স্কয়ার ফুটের আরেকটি বাড়ি বিক্রি করে দেন টম। এরপর বেভারলি হিলসে স্থায়ী হন হলিউডের এই সুপারস্টার। তিনি এখন কাজ করছেন ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘জ্যাক রিচার’ ছবির দ্বিতীয় কিস্তিতে। ‘জ্যাক রিচার: নেভার গো ব্যাক’ নামের ছবিটি মুক্তি পাবে আগামী বছর।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।