রাজধানীর উত্তরায় ১৬ তলা একটি ভবন। এর ছাদের একেবারে কার্নিশে শুয়ে আছেন আফরান নিশো।
বছরের প্রথম দিনেই এমন ঝুঁকিপূর্ণ দৃশ্যে কাজ করেছেন নিশো। বলছিলেন তিনি- ‘নিজের হাত আর পা-ই ছিলো নিরাপত্তা। লোহার অ্যাঙ্গেল পাইপ ছিলো, ওটাতে কৌশলে ডান পা বাঁধিয়ে আটকে ছিলাম, যাতে বাতাস নিচে ফেলে দিতে না পারে। ’
সাগর জাহানের ‘নীল চোখ’ নাটকের জন্য এমন ঝুঁকি নিয়েছেন নিশো। গত কয়েক বছর ধরে ক্যামেরার সামনে নিজেকে নিয়ে যতো পরীক্ষা-নিরীক্ষা করা যায়, করছেন তিনি। নিজেকে ভাঙছেন অদ্ভুত সব চরিত্রের মধ্য দিয়ে। কিন্তু তাই বলে কোনোরকম নিরাপত্তা ছাড়া এমন শট? ফেসবুকে এ ছবিগুলো দেখে ভক্তরা তাই যেমন আঁতকে উঠেছেন, তেমনি এমন সাহসিকতার জন্য নিশোর প্রশংসাও করছেন।
‘নীল চোখ’-এ নিশো স্ট্রিট সিঙ্গার। রয়েছেন নুসরাত ইমরোজ তিশা, নাটকে তিনি সদ্য বিদেশফেরত মেয়ে। এ দু’জনকে ঘিরেই গল্প। উত্তরার বিভিন্ন জায়গায় গত দু’দিন ধরে চলেছে দৃশ্যধারণ। শেষ হবে রোববার (৩ জানুয়ারি)। শিগগিরই একটি টিভি চ্যানেলে দেখা যেতে পারে নাটকটি।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
কেবিএন/জেএইচ