‘নতুনভাবে এসেছি। শাড়ি পরে একেবারেই গ্রামের মেয়ে।
টিভি নাটকে অভিনয় করছেন। বিজ্ঞাপনচিত্রও আছে বেশকিছু। তবে সেগুলোতে নীলার চরিত্র শহরকেন্দ্রিক। তাই প্রথমবার গ্রামের মেয়ে হয়ে উঠতে পেরে দারুণ উচ্ছ্বসিত তিনি। তাই জানিয়ে দিলেন, ‘এমনভাবে আমাকে আগে কখনও দেখা যায়নি। ’
এই ‘অন্য নীলা’র দেখা মিলবে মিউজিক ভিডিওতে, মডেল হিসেবে। ‘কতো যতন কইরা ময়না করলাম তোরে মায়া, মন পিঞ্জিরা ভাইঙ্গা গেলি ফিইরা আইলি না’- এমন কথার গানটির শিরোনাম ‘ময়না’। গেয়েছেন শেখ মহসীন, সংগীতায়োজন সচী শামসের।
গানের শিরোনাম তো ‘ময়না’, নীলার চরিত্রও ময়না, আর গানটি যে অ্যালবামে থাকবে সেটির নামও ‘ময়না’। এটি হবে শেখ মহসীনের তৃতীয় অ্যালবাম। তিনি বলছিলেন, ‘কয়েকদিন আগে ভিডিওটির দৃশ্যধারণ হয়েছে। ৫ জানুয়ারির মধ্যে এটি প্রকাশ করতে চাই। ’
ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। কামরুল ইসলাম শুভ ছিলেন ক্যামেরায়। গানটির মাধ্যমে নীলা মিউজিক ভিডিওর মডেল হলেন দ্বিতীয়বারের মতো। এর আগে ইলিয়াসের ‘না বলা কথা থ্রি’তে তিনি জুটি হয়েছিলেন কাজী আসিফের সঙ্গে।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
কেবিএন/জেএইচ