আরও দুটি আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবে প্রসূন রহমান পরিচালিত ‘সুতপার ঠিকানা’। বুলগেরিয়ার সম্মানজনক মেনার ফেস্টিভ্যালে সারাবিশ্বের মোট ৪৬৫টি চলচ্চিত্রের মধ্যে নির্বাচিত ১৬টি ছবির তালিকায় জায়গা করে নিয়েছে ‘সুতপার ঠিকানা’।
এদিকে আগামী মার্চে ইরানের আম্মার ফিল্ম ফেস্টিভ্যালেও অংশ নেবে ‘সুতপার ঠিকানা’। এ ছাড়া আগামী ১৯ জানুয়ারি ঢাকা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হবে।
২০১৩-১৪ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘সুতপার ঠিকানা’য় সুতপা চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। কিশোরী থেকে মধ্যবয়স পর্যন্ত তার বেড়ে ওঠা, ত্যাগ ও সংগ্রামের কাহিনী বলা হয়েছে এ ছবিতে।
এতে আরও অাছেন আনোয়ার হোসেন চৌধুরী, জয়ন্ত চট্টোপাধ্যায়, শাহাদাৎ হোসেন, মাহমুদুল ইসলাম, সাইকা আহমেদ, নাভিদ, মিম চৌধুরী, শিশুশিল্পী কুমার নিবিড় প্রমুখ। সংগীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ। ধারাবর্ণনা করেছেন আসাদুজ্জামান নূর।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
জেএইচ