ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বক্তৃতা দিতে কলকাতায় তানভীর মোকাম্মেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
বক্তৃতা দিতে কলকাতায় তানভীর মোকাম্মেল

‘প্রণবেশ সেন স্মারক বক্তৃতা’ দিতে কলকাতায় যাচ্ছেন চলচ্চিত্রকার ও লেখক তানভীর মোকাম্মেল। ২৪ ফেব্রুয়ারি কলকাতার বাংলা একাডেমী মিলনায়তনে এ বক্তৃতা দেবেন তিনি।

‘প্রণবেশ সেন স্মারক সমিতি’ প্রণবেশ সেনের স্মরণে চৌদ্দ বছর বছর ধরে নিয়মিত এই স্মারক বক্তৃতার আয়োজন করে আসছে।

পশ্চিমবঙ্গের গভর্ণর গোপাল গান্ধী, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, কবি শঙ্খ ঘোষসহ অনেক বিখ্যাতজন এ বক্তৃতা দিয়েছেন। বাংলাদেশ থেকে এবারই প্রথম কাউকে এ বক্তৃতা প্রদানের জন্যে আমন্ত্রণ জানানো হলো।

তানভীর মোকাম্মেল বক্তৃতাটি দিতে সম্মত হয়েছেন। তার বক্তৃতার বিষয়বস্তু হবে ‘বাঙ্গালীর মেধা: জমা, খরচ ও ইজা’। এ অনুষ্ঠানে কলকাতার শিল্প-সাহিত্য জগতের বিদগ্ধজনেরা উপস্থিত থাকেন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের কৃতি সাংবাদিক ও সাহিত্যিক প্রণবেশ সেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রেখেছিলেন। ১৯৭১ সালে আকাশবাণী থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর জনপ্রিয় যে কথিকাসমূহ প্রচার করা হোত তা লিখতেন প্রণবেশ সেন, পাঠ করতেন দেবদুলাল বন্দোপাধায়।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।