ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী নাদিয়া আহমেদ ও এফএস নাঈম ভালোবেসে বিয়ে করেছেন গত ১৪ জানুয়ারি। পরদিন হয়েছে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।
এদিন রাজধানী ইস্কাটনের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী শর্মীমালা ও অভিনেতা রাজীব সালেহীনের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান। তাদেরকে শুভকামনা জানাতে অন্য তারকাদের পাশাপাশি গিয়েছিলেন নাদিয়া-নাঈম দম্পতি।
দুই পরিবারের সম্মতিতে গত বছরের ২৩ অক্টোবর মিরপুরের একটি রেস্তোরাঁয় ঘরোয়া পরিসরে শর্মীমালা ও রাজীব সালেহীনের বাগদান হয়। গত ১৬ ডিসেম্বর রীতি মেনে এক হয় তাদের চার হাত।
দেশ টিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক ‘সাতকাহন’-এ অভিনয় করতে গিয়ে তাদের পরিচয়, এরপর বন্ধুত্ব, তারপর প্রেম। বিয়ের মধ্য দিয়ে এ সম্পর্কের সফল সমাপ্তি হলো।
গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শর্মীমালা। গৌতম ঘোষ পরিচালিত ‘মনের মানুষ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। সর্বশেষ আবু শাহেদ ইমন পরিচালিত ‘জালালের গল্প’ ছবিতে তাকে দেখা গেছে।
টিভি ও চলচ্চিত্রের আগে মঞ্চে কাজ করেছেন শর্মীমালা। পালাকার নাট্যদলের ‘ডাকঘর’, ‘মানগুলা’, ‘মৃত্তিকাকুমারী’, ‘বাংলার মাটি বাংলার জল’ নাটকগুলোতে তার অভিনয় প্রশংসিত হয়। এ ছাড়া তিনি অভিনয় করেছেন নায়লা আজাদ নূপুরের নির্দেশনায় দশরূপক নাট্যদলের প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’-এ।
বাংলাদেশ সময় : ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
জেএইচ