বলিউড অভিনেত্রী শ্রীদেবীকে অভিনয়ের এনসাইক্লোপিডিয়া হিসেবে অভিহিত করলেন আরেক অভিনেত্রী বিদ্যা বালান। ৫২ বছর বয়সী শ্রীদেবীর অভিনয় জীবনের অন্যতম ছবি ‘মিস্টার ইন্ডিয়া’ অনেক বছর পর পুনরায় দেখে এই মন্তব্য করেছেন তিনি।
১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত এ ছবিতে শ্রীদেবীর আওড়ানো একটি সংলাপ টুইটারে উল্লেখ করে বিদ্যা বলেন, ‘অভিনয়ের এনসাইক্লোপিডিয়া দেখছি, তিনি হলেন শ্রীদেবী। ’ সংলাপটি বাংলা করলে দাঁড়ায়- ‘কামরা, কামরার সামনে ব্যালকনি, ব্যালকনির সামনে বাগান, বাগানের সামনে সমুদ্র। ’
কালজয়ী ছবিটির সব কলাকুশলীকেই প্রশংসায় ভাসিয়েছেন বিদ্যা। ২৮ বছর বয়সী এই অভিনেত্রীর কথায়, ‘আমরা তোমাকে ভালোবাসি মিস্টার ইন্ডিয়া। নিজ গুণে ও সারল্য মিশিয়ে চরিত্রটি বিশ্বাসযোগ্য করেছেন অনিল কাপুর। একেবারে খাঁটি অভিনয়। ’
‘মিস্টার ইন্ডিয়া’র পরিচালক শেখর কাপুরেরও প্রশংসা করেন বিদ্যা। তিনি লিখেছেন, “শেখর কাপুর শিশুতোষ ছবি বানাতে পারেন ভালো। আমার খুব পছন্দের দুই ছবি ‘মিস্টার ইন্ডিয়া’ ও ‘মাসুম’ দুটোই বানিয়েছেন তিনি। ”
* ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে শ্রীদেবীর অভিনয়ের অংশবিশেষ :
* ‘মিস্টার ইন্ডিয়া’ ছবির ‘কাটে নাহি কাটাতে ইয়ে দিন’ গানের ভিডিও :
* ‘মিস্টার ইন্ডিয়া’ ছবির ‘হাওয়া হাওয়াই’ গানের ভিডিও :
বাংলাদেশ সময় : ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
জেএইচ