ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গান ছেড়ে দেবেন অরিজিৎ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
গান ছেড়ে দেবেন অরিজিৎ! অরিজিৎ সিং-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বলিউডে এখন নিঃসন্দেহে এক নম্বর কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। অথচ তিনিই কি-না শোবিজে নিজের জায়গা অটুট থাকার ব্যাপারে সন্দিহান। ২৯ বছর বয়সী এই তারকার ভাষ্য, ‘মনে হয় না আর খুব বেশিদূর যেতে পারবো। গায়ক হিসেবে হয়তো এটাই আমার শেষ বছর।’

বলিউডে এখন নিঃসন্দেহে এক নম্বর কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। অথচ তিনিই কি-না শোবিজে নিজের জায়গা অটুট থাকার ব্যাপারে সন্দিহান! ২৯ বছর বয়সী এই তারকার ভাষ্য, ‘মনে হয় না আর খুব বেশিদূর যেতে পারবো।

গায়ক হিসেবে হয়তো এটাই আমার শেষ বছর। ’

বলিউডে কণ্ঠশিল্পীদের পথচলা সংক্ষিপ্ত হয়ে থাকে উল্লেখ করে অরিজিৎ বলেছেন, ‘সাধারণত প্রতি পাঁচ থেকে সাত বছরের মাথায় জনপ্রিয় শিল্পীদের জায়গা নিয়ে নেয় নতুনরা। ’

অবশ্য টিকে থাকার সমাধান আছে বলেও মনে করেন ‘ফির লে আয়া দিল’ গানের গায়ক অরিজিৎ। তার ভাষ্য, ‘নির্দিষ্ট একটি ঘরানায় পরিশ্রম অব্যাহত রাখলে হয়তো কাজে আসতে পারে। তখন শুধু ওই ঘরানার শিল্পী হিসেবে নিজেকে নিয়মিত মেলে ধরা সম্ভব হবে। সম্ভবত এভাবেই টিকে থাকতে পারবো। ’

গত কয়েক বছরে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন অরিজিৎ। ২০০৫ সালে শক্ত প্রতিদ্বন্দ্বী থাকার পরও ‘ফেম গুরুকুল’ প্রতিযোগিতায় আলাদাভাবে নজর কাড়তে সক্ষম হন তিনি। তবু বলিউডে সুযোগ পাওয়ার জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে তাকে।

সংগীত পরিচালক ত্রয়ী শঙ্কর-এহসান-লয় ও প্রীতম চক্রবর্তীর সহকারী হিসেবে ছয় বছর কাজ করেছেন অরিজিৎ। ২০১১ সালে ‘মার্ডার টু’ ছবির ‘ফির মোহাব্বত’ গানের মাধ্যমে অভিষেকের পর আর পেছনে তাকাতে হয়নি তাকে। এরপর অসংখ্য জনপ্রিয় গান শোনা গেছে তার কণ্ঠ।

বলিউডের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী হওয়া সত্ত্বেও সংবাদমাধ্যমের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেন অরিজিৎ। এর কারণ জানিয়ে তিনি বলেছেন, ‘নিভৃতে থাকতে ভালো লাগে আমার। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের দৌরাত্ম্যে এটা কঠিন হয়ে পড়েছে। তবুও নিরব জীবনযাপনই উপভোগ করি। ’

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।