ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠ প্রাঙ্গণে তিন দিনের আয়োজন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠ প্রাঙ্গণে তিন দিনের আয়োজন মুক্তিযুদ্ধ স্মৃতি ট্রাস্টের আয়োজনে হতে যাচ্ছে অনুষ্ঠানগুলো

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার মিরপুরে (সেকশন-১০, ব্লক-ডি, এভিনিউ-১) অবস্থিত জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজন করেছে তিন দিনের অনুষ্ঠানমালা। ১৪ থেকে ১৬ ডিসেম্বর প্রতিদিন বিকেল চারটায় শুরু হবে এটি। 

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার মিরপুরে (সেকশন-১০, ব্লক-ডি, এভিনিউ-১) অবস্থিত জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজন করেছে তিন দিনের অনুষ্ঠানমালা। ১৪ থেকে ১৬ ডিসেম্বর প্রতিদিন বিকেল চারটায় শুরু হবে এটি।

 
 
বুধবার বুদ্ধিজীবী দিবসে শুরুতে স্বাগত বক্তব্য দেবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের একজন ট্রাস্টি। স্মৃতিচারণ করবেন জল্লাদখানায় নিহত শহীদের সন্তান। এদিন থাকছে সংগীতাঙ্গন মনিপুর, মূর্ছনা সংগীত একাডেমি, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের কালের উচ্চারণ, ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমি, ওয়াইডব্লিউসিএ স্কুল, বুলবুল ললিতকলা একাডেমি, গমক সংগীত একাডেমি, ঘুঙ্গুর সাংস্কৃতিক একাডেমি।
 
আগামী ১৫ ডিসেম্বর বিকেল চারটায় স্মৃতিচারণ করবেন জল্লাদখানায় নিহত শহীদের সন্তান। এদিনের অংশগ্রহণকারী দলগুলো হলো- সপ্তসুর সংগীত একাডেমি, বুলবুল একাডেমী অব ফাইন আর্টস (বাফা), মনের জানালা বাপসা, সংগীতসমাজ কল্যাণপুর, ঝিনুক শিশু-কিশোর সংঘ, দিনা লায়লা সংগীত একাডেমি, মৃদঙ্গ নৃত্যালয়, বধ্যভূমির সন্তানদল ও গ্রীনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ।  
 
বিজয় দিবসের আয়োজনে অংশগ্রহণ করবে কথাসুর সাংস্কৃতিক সংগঠন, চারুলতা একাডেমি, মিথস্ক্রিয়া আবৃত্তি পরিষদ, মিরপুর সাংস্কৃতিক একাডেমি, ঘাসফুল শিশু-কিশোর সংগঠন, ঢাকা সিটি স্কুল, বধ্যভূমির সন্তানদল, আপদৃ নৃত্যকলা একাডেমি, মম কালচারাল একাডেমি ও নাটক।  
 
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।