ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নতুন বিশ্বসুন্দরী মিস পুয়ের্তো রিকো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
নতুন বিশ্বসুন্দরী মিস পুয়ের্তো রিকো স্টেফানি দেলবাজে

বিশ্বসুন্দরীর মঞ্চে ৪১ বছর পর আবার উড়লো পুয়ের্তো রিকোর পতাকা। দেশটির ১৯ বছর বয়সী তরুণী স্টেফানি দেলবাজে জিতে নিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড ২০১৬’ প্রতিযোগিতার বিজয় মুকুট।

বিশ্বসুন্দরীর মঞ্চে ৪১ বছর পর আবার উড়লো পুয়ের্তো রিকোর পতাকা। দেশটির ১৯ বছর বয়সী তরুণী স্টেফানি দেলবাজে জিতে নিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড ২০১৬’ প্রতিযোগিতার বিজয় মুকুট।

রোববার (১৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ন্যাশনাল হারবারে প্রতিযোগিতাটির ৬৬তম আসরের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। এ আয়োজনে শতাধিক সুন্দরীকে হটিয়ে সেরার স্বীকৃতি পেলেন মিস পুয়ের্তো রিকো। তাকে মুকুট পরিয়ে দেন গতবারের ‘মিস ওয়ার্ল্ড’ স্পেনের মিরেইয়া লালাগুনা।

স্টেফানি দেলবাজেকে মুকুট পরিয়ে দিচ্ছেন গতবারের ‘মিস ওয়ার্ল্ড’ স্পেনের মিরেইয়া লালাগুনা। এ নিয়ে দ্বিতীয়বার বিশ্বসুন্দরীর মুকুট গেলো পুয়ের্তো রিকোতে। ১৯৭৫ সালের ২০ নভেম্বর যুক্তরাজ্যে লন্ডনের রয়েল আলবার্ট হলে দেশটির সুন্দরী উইলনেলিয়া মার্সেড মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন।

৪১ বছর পর বিশ্বসুন্দরীর মুকুট গেলো পুয়ের্তো রিকোতে।  স্টেফানির জন্ম ১৯৯৬ সালের ৩০ ডিসেম্বর। তার উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি। বাদামি চুলের এই তরুণীর চোখজোড়াও বাদামি। নিউইয়র্ক সিটির পেস ইউনিভার্সিটিতে বিএ পড়ছেন তিনি। স্প্যানিশ, ইংরেজি ও ফরাসি ভাষায় কথা বলতে পারেন এই রূপসী।  

(বাঁ থেকে) জেরিৎজা মিগুয়েলিনা রেইজেস রামিরেজ, স্টেফানি দেলবাজে ও নাতাশা মানুয়েলা। এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডমিনিকান রিপাবলিকের ২৩ বছর বয়সী জেরিৎজা মিগুয়েলিনা রেইজেস রামিরেজ। তৃতীয় হন ইন্দোনেশিয়ার নাতাশা মানুয়েলা। পিপল’স চয়েস অ্যাওয়ার্ড পেয়েছেন মিস মঙ্গেলিয়া।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।