একবার বন্যাদুর্গতদের কথা ভেবে, অন্যবার ‘আয়নাবাজি’ ভালো চলছে বলে ‘এক পৃথিবী প্রেম’ ছবির মুক্তি স্বেচ্ছায় পিছিয়ে দেন পরিচালক এস এ হক অলিক। অবশেষে এটি ঢাকাসহ সারাদেশের প্রেক্ষাগৃহে আসছে শুক্রবার (২৩ ডিসেম্বর)।
‘এক পৃথিবী প্রেম’-এ জুটি বেঁধেছেন আসিফ নূর ও আইরিন। এর মধ্যে আসিফের অভিষেক হচ্ছে ছবিটির মাধ্যমে। অন্যদিকে ‘ভালোবাসা জিন্দাবাদ’ ও ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’-এর পর এ নিয়ে আইরিনের তৃতীয় ছবি মুক্তি পাচ্ছে। তাই দু’জনই উচ্ছ্বসিত।
পরিচালক এস এ হক অলিক এর আগে ‘হৃদয়ের কথা’, ‘আকাশছোঁয়া ভালোবাসা’ ও ‘আরো ভালোবাসবো তোমায়’ বানিয়েছেন। এবারও তিনি শতভাগ মৌলিক গল্প নিয়ে কাজ করেছেন। সব গানও তারই লেখা।
অলিকের আশা, ‘এক পৃথিবী প্রেম’ দেখে দর্শকরা হাসবে, কাঁদবে ও ভালোবাসতে উদ্বুদ্ধ হবে। এর সঙ্গে সবাই নিজেদেরকে সম্পৃক্ত করতে পারবেন বলে আত্মবিশ্বাসও আছে তার।
ছবিটিতে আরও অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, আবুল হায়াত, সৈয়দ হাসান ইমাম, আমিরুল হক চৌধুরী, শর্মিলী আহমেদ, সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কে এস ফিরোজ, তুষার খান, ম আ সালাম ও বিপাশা কবির।
গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, এস আই টুটল, হাবিব ওয়াহিদ, হৃদয় খান, ইমরান, পড়শী, মিমি ও রাইসা। সুর-সংগীত ইমন সাহা, হাবিব ওয়াহিদ ও হৃদয় খানের। নৃত্য পরিচালনায় মাসুম বাবুল, ইমদাদুল হক খোকন ও জাকির হোসেন।
বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
জেএইচ/আইএ