ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পশ্চিমবঙ্গের নাট্যোৎসবে প্রাঙ্গণেমোরের ‘আওরঙ্গজেব’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
পশ্চিমবঙ্গের নাট্যোৎসবে প্রাঙ্গণেমোরের ‘আওরঙ্গজেব’ ‘আওরঙ্গজেব’ নাটকের একটি দৃশ্য (সংগৃহীত ছবি)

ভারতের পশ্চিমবঙ্গে কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের দ্বাবিংশ নাট্যোৎসবে অংশ নিতে শনিবার (২৪ ডিসেম্বর) ৩০ সদস্যের দল নিয়ে যাচ্ছে ঢাকার নাট্যদল প্রাঙ্গণেমোর। কল্যাণীতে আগামী ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় তাদের দর্শকনন্দিত প্রযোজনা ‘আওরঙ্গজেব’ নাটকটির প্রদর্শনী হবে।

ভারতের পশ্চিমবঙ্গে কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের দ্বাবিংশ নাট্যোৎসবে অংশ নিতে শনিবার (২৪ ডিসেম্বর) ৩০ সদস্যের দল নিয়ে যাচ্ছে ঢাকার নাট্যদল প্রাঙ্গণেমোর। কল্যাণীতে আগামী ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় তাদের দর্শকনন্দিত প্রযোজনা ‘আওরঙ্গজেব’ নাটকটির প্রদর্শনী হবে।

নাটকটি লিখেছেন মোহিত চট্টোপাধ্যায়, নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। যুগে যুগে দেশে দেশে মসনদ বা রাষ্ট্র ক্ষমতা দখলের রাজনীতিতে ধর্মের ব্যবহার, ধর্মের নামে নির্মমতা, নিষ্ঠুরতা বা যে কোনো অমানবিক অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের নাম ‘আওরঙ্গজেব’।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, রামিজ রাজু, ইউসুফ পলাশ, সরোয়ার সৈকত, মাইনুল তাওহীদ, শুভেচ্ছা, রিগ্যান রত্ন, বিপ্লব, চৈতালী চৈতিসহ আরও ১৬ জন নাট্যকর্মী। মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, সংগীত বিন্যাসে রামিজ রাজু ও পোশাক পরিকল্পনায় নূনা আফরোজ।

বাংলাদেশ সময় : ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।