ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সব্যসাচী লেখককে শ্রদ্ধা জানিয়ে পূজার কোরিওগ্রাফি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
সব্যসাচী লেখককে শ্রদ্ধা জানিয়ে পূজার কোরিওগ্রাফি ‘অ্যা ট্রিবিঊট টু দ্য প্লেরাইট: সৈয়দ হক’ কোরিওগ্রাফির দৃশ্য

২০১৪ সালে তুরঙ্গমী রেপার্টরী ড্যান্স থিয়েটার মঞ্চায়ন করেছিলো ‘অ্যা ট্রিবিঊট টু দ্য প্লেরাইট: সৈয়দ হক’ নামের একটি বিশেষ কোরিওগ্রাফি। ওই অনুষ্ঠানে ছিলেন সৈয়দ শামসুল হক। দুই বছরেরও বেশি সময় পর আবার এটি মঞ্চে আসছে। তবে এবার তিনি নেই।

২০১৪ সালে তুরঙ্গমী রেপার্টরী ড্যান্স থিয়েটার মঞ্চায়ন করেছিলো ‘অ্যা ট্রিবিঊট টু দ্য প্লেরাইট: সৈয়দ হক’ নামের একটি বিশেষ কোরিওগ্রাফি। ওই অনুষ্ঠানে ছিলেন সৈয়দ শামসুল হক।

দুই বছরেরও বেশি সময় পর আবার এটি মঞ্চে আসছে। তবে এবার তিনি নেই।

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮২তম জন্মজয়ন্তী ২৭ ডিসেম্বর। এদিন ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দেখা যাবে ‘অ্যা ট্রিবিঊট টু দ্য প্লেরাইট: সৈয়দ হক’। মঙ্গলবার অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়।

ছয় মিনিট ব্যাপ্তির কোরিওগ্রাফিটির মূল ভাবনা, নকশা ও নৃত্য পরিচালনায় তুরঙ্গমী রেপার্টরী ড্যান্স থিয়েটারের আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্ত। তিনি বাংলানিউজকে জানান, এবারের নাচে ব্যবহৃত সৈয়দ হকের প্রতিকৃতিটি নতুনভাবে নকশা করেছেন স্থপতি মোস্তফা খালিদ পলাশ। আলোক প্রক্ষেপণে হেনড্রি সেন।

* ‘অ্যা ট্রিবিঊট টু দ্য প্লেরাইট: সৈয়দ হক’ প্রথম মঞ্চায়নের ভিডিও:

বাংলাদেশ সময়: ০৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।