এ ক্ষেত্রেও সহযোগিতা করে মিজান। কিন্তু নীলা যেন রায়হানের প্রেমে অন্ধ হয়ে কোনো ভুল করে না বসে সেদিকে সজাগ থাকে সে।
এদিকে বাসা থেকে নীলার বিয়ের কথা উঠলে রায়হানকে নিয়ে সে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। পূর্ব নির্ধারিত দিনে বাসা থেকে পালায় নীলা। কিন্তু রায়হানের আসতে দেরি হবে বলে জানায় মিজান। কিন্তু তাকে সহ্য করতে পারে না মেয়েটি। তার চোখে মিজান বিরক্তিকর ব্যক্তি ছাড়া আর কিছুই না। কিন্তু রায়হানের আসার আগ পর্যন্ত এই বিরক্তিকর মানুষটার সঙ্গে সময় কাটাতে হবে নীলাকে।
গল্পটা ‘ওয়ান ওয়ে রোড’ নাটকের। এতে নীলা চরিত্রে মেহজাবিন চৌধুরী এবং মিজানের ভূমিকায় অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। রচনা ও পরিচালনায় ইমরাউল রাফাত।
সোমবার (২ জানুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে প্রচার হবে ‘ওয়ান ওয়ে রোড’। এ নাটকের মধ্য দিয়ে চ্যানেলটিতে শুরু হচ্ছে এক ঘণ্টার নাটক নিয়ে সাপ্তাহিক আয়োজন ‘মানডে নাইট সুপার ড্রামা’।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
জেএইচ