ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শওকত ওসমানের জন্মশতবর্ষে শিল্পকলা একাডেমি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
শওকত ওসমানের জন্মশতবর্ষে শিল্পকলা একাডেমি শওকত ওসমান

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কথাসাহিত্যিক শওকত ওসমানের জন্মশতবর্ষ উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

এ আয়োজনের বিশেষ অতিথি বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, মুক্তিযুদ্ধ একাডেমির চেয়ারম্যান ড. আবুল আজাদ ও বিটিভির পরিচালক (বার্তা) কবি নাসির আহমেদ।

থাকছে শওকত ওসমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, স্মৃতিচারণ ও আলোচনা, তাকে নিবেদিত কবিতা পাঠ ও নাটক মঞ্চায়ন। তার গল্প অবলম্বনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনায় মঞ্চায়ন হবে নাটক ‘বাধ’। নাট্যরূপ ও নির্দেশনায় মোহাম্মদ বারী।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।