দেশ প্রতিষ্ঠান কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কর্মকান্ডে অংশগ্রহণ করছে। তরুণ প্রজন্মের মধ্যে আগামীর নেতৃত্ব গড়ে তুল সারাদেশে বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এমন সমাজসেবামূলক কার্যক্রমের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আনন্দিত ভাবনা। তিনি বলেছেন, ‘আমি সবসময়ই সমাজসেবামূলক কাজে আগ্রহী। অনেকদিন ধরেই এমন কার্যক্রমে নিজেকে যুক্ত রেখেছি। এবার গ্রিন বাংলাদেশের সঙ্গে যুক্ত হলাম। তাদের সঙ্গে মিলে সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ পাবো। ’
গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক জাকারিয়া মোহাম্মদ পলাশ বলেন, ‘আমাদের কার্যক্রমে ভাবনাকে পাশে পেয়ে ভালো লাগছে। আমরা গাইবান্ধায় গ্রিন স্কুল কার্যক্রম চালু করেছি। শিগগিরই নীলফামারীসহ অন্যান্য জেলায় এই কার্যক্রম শুরু করবো। ’
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
জেএইচ