‘মাই ওয়ার্ল্ড’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে রফিকুন্নবীর (ছবিতে মাঝে) পাশে সারাহ হোজ্জাতি
শুরু হতে যাচ্ছে পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এর অংশ হিসেবে শিল্পাঙ্গন আর্ট গ্যালারিতে শুরু হলো ইরানের সারাহ হোজ্জাতির একক চিত্রকর্ম প্রদর্শনী ‘মাই ওয়ার্ল্ড’। রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় এর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী রফিকুন্নবী।
সারাহ চিত্রকলার ভাষায় বাস্তব রূপ দিয়েছেন চিন্তার জগতকে। প্রদর্শনীতে স্থান পেয়েছে ৩০টি চিত্রকর্ম।
২১ বছর বয়সী এই তরুণীর চিত্রকল্পনা, নান্দনিকতা আর ব্যক্তিত্ব ফুটে উঠেছে চিত্রকর্মগুলোতে। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে আগামী ১২ জানুয়ারি পঞ্চদশ ঢাকা আন্তর্জাকিত চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে। এবারের আয়োজনে সাতটি প্রতিযোগিতা বিভাগ ও একটি রেট্রোস্পেকটিভ বিভাগে থাকছে বিশ্বের ৬৭টি দেশের ১৮৮টি চলচ্চিত্র। উৎসব চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
জেএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।