ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কেরানীগঞ্জে চলচ্চিত্রে অশ্লীলতা ও পাইরেসি বিরোধী অভিযান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
কেরানীগঞ্জে চলচ্চিত্রে অশ্লীলতা ও পাইরেসি বিরোধী অভিযান ছবি: প্রতীকী

কেরানীগঞ্জে চলচ্চিত্রে অশ্লীলতা ও পাইরেসি বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালিগঞ্জ অলিনগর এলাকায় একটি মোবাইল মার্কেটে র‌্যাব ১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি ২) এবং চলচ্চিত্রে অশ্লীলতা ও পাইরেসি বিরোধী টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৬ দোকান মালিককে আটক ও ৮টি কম্পিউটার জব্দ করা হয়।

 

বাংলানিউেজর কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট জানান, অভিযানে উপস্থিত ছিলেন র‍্যাব ১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি ২) কোম্পানি কমান্ডার মেজর মঞ্জুর মোর্শেদ, স্কোয়াড কমান্ডার এএসপি মো. আব্দুর রশিদ সরকার এবং চলচ্চিত্রে অশ্লীলতা ও পাইরেসি বিরোধী টাস্কফোর্সের অপারেশন সমন্বয়কারী শহিদুল ইসলাম টিটু।  

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।