ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

বিনোদন

দীপিকাকে নিয়ে ভিন ডিজেলের লুঙ্গি ড্যান্স (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
দীপিকাকে নিয়ে ভিন ডিজেলের লুঙ্গি ড্যান্স (ভিডিও) লুঙ্গি পরে ভিন ডিজেলের ‘লুঙ্গি ড্যান্স’, (ডানে) দীপিকা পাড়ুকোন

হলিউড তারকা ভিন ডিজেল অবশেষে ভারত ঘুরে গেলেন। গত ১২ জানুয়ারি মুম্বাইয়ে পা রাখেন তিনি। নিজের অভিনীত ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’-এর প্রিমিয়ারে অংশ নিতেই তার আসা।

এ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হচ্ছে দীপিকা পাড়ুকোনের। ৩১ বছর বয়সী এই তারকাই ভিন ডিজেল ও ‘ট্রিপল এক্স’ সিরিজের নতুন পর্বের পরিচালক ডিজে ক্যারাসোকে ভারতে আনতে পেরেছেন।

মুম্বাইয়ে প্রিমিয়ারের লালগালিচায় পা মাড়ানোর আগে ভক্তদের জন্য আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন ভিন ডিজেল। এখানে দীপিকার ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির জনপ্রিয় গান ‘লুঙ্গি ড্যান্স’-এর তালে নেচেছেন তিনি। এ সময় দীপিকা নিজের সোনালি চকচকে গাউনের ওপর একটি লুঙ্গি প্যাঁচিয়ে চোখ ঢাকেন কালো চশমায়। ভিন ডিজেলকেও লুঙ্গি পরিয়ে দেন তিনি।

ভিন ডিজেলকে লুঙ্গি পরিয়ে দিচ্ছেন দীপিকা পাড়ুকোন।  প্রিমিয়ারে তারকাদের মধ্যে এসেছিলেন দীপিকার ‘পদ্মাবতী’ ছবির সহশিল্পী রণবীর সিং ও শহিদ কাপুর, তার ‘পিকু’র সহশিল্পী ইরফান খান, ‘ককটেল’  ছবির সহশিল্পী ডায়ানা পেন্টি, বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি, নির্মাতা করণ জোহর, অভিনেতা নীল নিতিন মুকেশ, আলি ফজল, অভিনেত্রী কৃতি স্যানন, হুমা কুরেশি, রিচা চাড্ডা, কালকি কোচলিন, ইভলিন শর্মা, মনিকা দোগরা।

এর আগে ১২ জানুয়ারি সকালে মুম্বাইয়ে বিমানবন্দরে পা রাখতেই ভিন ডিজেলকে ঢোল বাজিয়ে জানানো হয় ঊষ্ণ অভ্যর্থনা। এরপর তার কপালে দেওয়া হয় তিলক। এমন অভ্যর্থনা আগে কখনও পাননি বলে এদিন সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জানান ৪৯ বছর বয়সী এই অভিনেতা। তিনি বলেন, ‘এমন আতিথেয়তায় আমি অভিভূত। ’

দীপিকার সঙ্গে কাজ করতে চেয়েছিলেন উল্লেখ করে ‘বাজিরাও মাস্তানি’র অভিনেত্রীকে ‘রানী’ ও ‘পরী’ বলে মন্তব্য ভিন ডিজেলের। তার ভাষ্য, ‘ছোটবেলা থেকে ভারতে আসার জন্য সুযোগের অপেক্ষায় ছিলাম। দীপিকাই সেই রানী ও সেই পরী যে আমাকে এখানে নিয়ে এসেছে। আমার জীবনে তার সঙ্গে সাক্ষাৎ আশীর্বাদতুল্য। এমন সুন্দর মনের মানুষের সান্নিধ্য পাওয়া অন্যরকম প্রাপ্তি। ’

যোগ করে ভিন ডিজেল আরও বলেন, ‘কয়েক বছর ধরে দীপিকার সঙ্গে করতে চেয়েছিলাম। তার সঙ্গে দেখা হওয়ার পরই মনে হয়েছে, আমাদের রসায়নটা আলাদা কিছু মনে হতে পারে পর্দায়। ছবিটির কাজ শুরুর পর দীপিকার অনুরোধ ছিলো, বড়সড় প্রিমিয়ার করতে হবে বলিউডে। আমাদের এ ছবির মূলমন্ত্র বৈশ্বিক ঐক্য। দীপিকা আর আমার জুটিই বহুসাংস্কৃতিক বৈশ্বিক ঐক্যের উজ্জ্বল উদাহরণ। ’

এর আগে ফেসবুকে ভিন ডিজেল লিখেছেন, ‘প্রথমবার ভারতে আসতে পেরে আমি সম্মানিত। শৈশব থেকে সবসময় ভারতে আসার স্বপ্ন ছিলো। প্যারামাউন্ট পিকচার্সকে ধন্যবাদ এই স্বপ্নকে সত্যি করার জন্য। ’

গত সপ্তাহে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস অনুষ্ঠান পরবর্তী ইনস্টাইল ম্যাগাজিনের পার্টিতে ছবিটির প্রচারণা করেন দীপিকা। এর আগে-পরে তিনি গিয়েছিলেন মেক্সিকো ও লন্ডনে। এতে সেরেনা আঙ্গার চরিত্রে দেখা যাচ্ছে তাকে। তিনি মুম্বাইয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রচুর আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পেরেছি কারণ আমার সহশিল্পী ও পরিচালক আমার ওপর অনেক আস্থা রাখতে পেরেছেন। ’

‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ হলো ‘ট্রিপল এক্স’ ফ্রাঞ্চাইজির তৃতীয় পর্ব। অর্থাৎ ‘ট্রিপল এক্স’ (২০০২) ও ‘ট্রিপল এক্স: স্টেট অব দ্য ইউনিয়ন’ (২০০৫) ছবি দুটির সিক্যুয়েল। শুক্রবার (১৪ জানুয়ারি) ভারতে মুক্তি পেয়েছে এটি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশে এটি চলবে ১৯ জানুয়ারি থেকে।

ছবিটির মাধ্যমে ভিন ডিজেল ১৫ বছর পর পর্দায় ফিরলেন জ্যান্ডার কেজের ভূমিকায়। এতে আরও অভিনয় করেছেন রুবি রোজ, স্যামুয়েল এল. জ্যাকসন, নিনা ডোবরেভ ও টনি জা।

* দেখুন ভিন ডিজেল ও দীপিকা পাড়ুকোনের ‘লুঙ্গি ড্যান্স’:

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।