ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

বিনোদন

মেয়ের হাত থেকে প্রথম ফিল্মফেয়ার পুরস্কার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
মেয়ের হাত থেকে প্রথম ফিল্মফেয়ার পুরস্কার শত্রুঘ্ন সিনহার সঙ্গে সোনাক্ষী সিনহা

চলচ্চিত্র শিল্পে প্রায় পাঁচ দশক পূর্ণ করেছেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। অথচ একবারও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস জেতা হয়নি তার। অবশেষে তার এই অতৃপ্তি ঘুচলো।

‘বলিউডের অস্কার’তুল্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৬২তম আসরে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে শত্রুঘ্ন সিনহাকে। এ সময় উপস্থিত সব অতিথি ও দর্শকরা দাঁড়িয়ে সম্মান জানান তাকে।

শনিবার (১৪ জানুয়ারি) মুম্বাইয়ের ওরলির এনএসসিআই ডোমে ফিল্মফেয়ারের জমকালো আয়োজনে শত্রুঘ্ন সিনহার কন্যা সোনাক্ষী সিনহা সম্মাননাটি প্রদান করলে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। ২৯ বছর বয়সী এই অভিনেত্রী বলেছেন, ‘আমি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছি। কিন্তু বাবা তা পারেননি। একথা প্রায়ই বলতে ভালো লাগতো তার। আমি খুব খুশি তিনি অবশেষে এটা পেয়েছেন। ’

এ সময় মঞ্চে ছিলেন বর্ষীয়ান নির্মাতা সুভাষ ঘাই। তার পাঁচটি কালজয়ী ছবিতে অভিনয় করেছেন শত্রুঘ্ন। এর মধ্যে অন্যতম ‘বিশ্বনাথ’ (১৯৭৮)। এ ছবিতে শত্রুঘ্নর জনপ্রিয় সংলাপ- ‘জালি কো আগ কেহতে হ্যায়, ভুজি কো রাখ কেহতে হ্যায়’ মনে করিয়ে দিয়েছেন সুভাষ ঘাই। তিনি বলেন, ‘মফস্বল থেকে এলেন কি-না অথবা পকেটে টাকা-পয়সা আছে কি নেই, এসব মুখ্য নয়। যদি আত্মবিশ্বাস থাকে তাহলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়। শত্রুঘ্ন সেটা প্রমাণ করেছেন। ’

কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন আর অনুষ্ঠানটির উপস্থাপক শাহরুখ খানও এ সময় শত্রুঘ্ন সিনহাকে সম্মান জানাতে হাজির ছিলেন মঞ্চে। বিগ বি বলেছেন, ‘পৃথিবীতে শত্রুঘ্নর মতো ভালো মনের মানুষ খুব কমই দেখেছি। ’

পুরস্কার নেওয়ার পর শত্রুঘ্ন সিনহা মঞ্চে সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘প্রথমবার ফিল্মফেয়ার পুরস্কার পেলাম। লম্বা ক্যারিয়ারে এটা পেতে অনেক দেরি হয়ে গেছে। তবে আবেগ ও সঙ্কল্প থাকলে লক্ষ্য অর্জনের পথে কেউই আটকাতে পারে না। অনেকে মনে করেন, আজীবন সম্মাননা পাওয়া মানে ক্যারিয়ারের বিদায় ঘণ্টা বেজে গেলো। কিন্তু আমি মনে করছি, এ পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে আমার নতুন পথচলা শুরু হলো। ’

অমিতাভ বচ্চনের সঙ্গে বন্ধুত্ব চিরদিন অটুট থাকবে বলেও আশা প্রকাশ করেন শত্রুঘ্ন সিনহা। সেই প্রত্যাশায় তিনি গেয়েছেন তাদের অভিনীত ‘দোস্তানা’ (১৯৮০) ছবিতে কিশোর কুমার ও মোহাম্মদ রফির গাওয়া ‘সালামাত রাহে দোস্তানা হামারা’।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।