ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে আগামী ২৪ জানুয়ারি নাটকটির কারিগরি মঞ্চায়ন হবে। ২৬ জানুয়ারি সন্ধ্যা ৭টায় একই স্থানে থাকছে উদ্বোধনী মঞ্চায়ন।
নাটকটির নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। তিনি বলেন, ‘মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষার নাটকের অনেক প্রথমের জন্ম দিয়েছেন। এর মধ্যে অন্যতম নাটক ‘শর্মিষ্ঠা’, ‘রত্নাবলী’ নাটক অনুবাদ, প্রহসন রচনা, ট্র্যাজেডি নাটকের রচনা, অমিত্রাক্ষর ছন্দে মহাকাব্য রচনা, পত্রকাব্য রচনা, সনেট অথবা চতুর্দশপদী কবিতা লেখা। বাংলা ভাষার বই উৎসর্গ করার রীতির প্রবর্তকও তিনি। তাকে নিয়ে এ নাট্য প্রযোজনা ও দর্শন বাংলা নাটকের দায় ছিলো বলে মনে করি। ’
‘দাঁড়াও... জন্ম যদি তব বঙ্গে’ নাটকে অভিনয় করছেন অনন্ত হিরা, রামিজ রাজু, শুভেচ্ছা রহমান ও আল-আভী জাহান তুসি। নাটকটি লিখেছেন অপূর্ব কুমার কুণ্ডু। মঞ্চ ও পোশাক পরিকল্পনায় নূনা আফরোজ, সংগীত পরিকল্পনায় রামিজ রাজু ও আলোক পরিকল্পনা করেছেন আহমেদ সুজন।
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
জেএইচ