সদ্যপ্রয়াত নাট্যশিল্পী অপু আমানকে উৎসর্গ করে প্রাচ্যনাট মঞ্চস্থ করবে নাটক ‘ট্র্যাজেডি পলাশবাড়ি’। বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে এটি।
নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। তারাভান নামের একজন নারী গার্মেন্টস শ্রমিকের সুখ-দুঃখ, হাসি-কান্না উঠে এসেছে এ নাটকে। এদিন সন্ধ্যায় নাটকটিতে অভিনয় করবেন- শাহানা সুমি, প্রদ্যুৎ কুমার ঘোষ, ফরহাদ, শাহরিয়ার রানা, ফুয়াদ।
নাটকটির সংগীত পরিকল্পনা করেছেন নীল কামরুল, পোশাক পরিকল্পনা করেছেন বিলকিস জাহান জবা। মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন আবুল হাসনাত রিপন। ভিডিওগ্রাফি ও প্রজেকশনে আছেন সাইফুল ইসলাম জার্নাল।
প্রাচ্যনাটের ২৯তম প্রযোজনা ‘ট্র্যাজেডি পলাশবাড়ি’র উদ্বোধনী মঞ্চায়ন হয় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর। এরপর দেশের বিভিন্ন মঞ্চে নাটকটির প্রদর্শনী প্রশংসা কুড়িয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এসও