শুক্রবার (২৭ জানুয়ারি) দেশজুড়ে মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘ভালোবাসা এমনই হয়’। শাওন প্রথমদিনই ছবিটি হলে গিয়ে দেখবেন বলে জানিয়েছেন।
এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন শাওন। তিনি লিখেছেন, ‘…আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি ২৭ জানুয়ারির। প্রথম দিনেই বড়পর্দায় দেখবো ছবিটা, তারপর আবার দেখবো, আবার দেখবো... আবারো দেখবো...। ’
তানিয়া আহমেদ ও মেহের আফরোজ শাওনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। শাওন আরো লিখেছেন, ‘তানিয়া আহমেদ, তোমার স্বপ্নের জন্য অনেক শুভকামনা। ’
সম্পূর্ণ লন্ডনে চিত্রায়িত ‘ভালোবাসা এমনই হয়’ ছবিতে জুটি বেঁধেছেন বিদ্যা সিনহা মিম ও ইরফান সাজ্জাদ। এ ছাড়া অভিনয় করেছেন তারিক আনাম খান, মীর সাব্বির, তানজিকা আমিন, মিশু সাব্বির, রবার্ট ইয়ং, সোহেল খান প্রমুখ।
গল্পে দেখা যাবে ধনসম্পদের লোভে ঐশির তিন মাস বয়সে তার বাবা-মাকে হত্যা করে চাচা ইমতিয়াজ। এর তিন মাস পর ঐশিকে নিয়ে লন্ডনে পাড়ি জমায় ইমতিয়াজ। তাকেই ঐশি বাবা বলে জানে! প্রবাসী চাকরিজীবী সাজ্জাদের সঙ্গে ঐশির পরিচয়, প্রেম ও বিয়ে হয়।
বিয়ের কিছুদিন পর সড়ক দুর্ঘটনায় ঐশি পুরনো সব স্মৃতি ভুলে যায়। সাজ্জাদের কথাও তার মনে পড়ে না। সাজ্জাদকে ইমতিয়াজ হুমকি দেয়, ঐশির কাছে এলে খুন হয়ে যাবে। সাজ্জাদ বুঝতে পারে, ইমতিয়াজের সঙ্গে একা লড়াই করে সে ঐশিকে পাবে না। তাই সে সঙ্গী খুঁজতে থাকে। তখন তার পরিচয় হয় বাংলাদেশ পুলিশের তালিকাভুক্ত আসামী মাহতাব ও মিশুর সঙ্গে। এ দুই যুবক ইমতিয়াজের স্ত্রী বাংলাদেশি র্যাম্প মডেল মিথিলাকে খুঁজছে।
পরিচালনার পাশাপাশি ছবিটির চিত্রনাট্য সাজিয়েছেন ও নৃত্য পরিচালনা করেছেন তানিয়া আহমেদ। কাহিনী ও সংলাপ রায়হান খানের। তার সঙ্গে যৌথভাবে চিত্রগ্রহণ করেছেন হাবিবুল মঞ্জির। আবহসংগীত: এস.আই টুটুল। মারধরের দৃশ্যগুলো পরিচালনা করেছেন মাসুম পারভেজ রুবেল ও নীলয় পারভেজ (লন্ডন)।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এসও