‘অমর একুশে ২০১৭’ উপলক্ষে বাংলা একাডেমি মাসব্যাপী প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। এ অনুষ্ঠানমালায় আগামী ১১ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় একাডেমি মঞ্চে ‘আবদুল গফুর হালী : জীবন ও কর্ম' শিরোনামে প্রবন্ধটি পাঠ করার জন্য নাসির উদ্দিন হায়দারকে আমন্ত্রণ জানিয়েছে বাংলা একাডেমি।
তার প্রবন্ধের ওপর আলোচনা করবেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ড. আবুল কাসেম ও বাংলা একাডেমির সহকারী পরিচালক সাইমন জাকারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক কিউরেটর ড. শামসুল হোসাইন।
নাসির উদ্দিন হায়দার বাংলানিউজকে বলেন, ‘আবদুল গফুর হালী নামের একজন কালজয়ী শিল্পীর পায়ের কাছে বসে, তার জীবন-দর্শন ও সংগীত নিয়ে টুকটাক গবেষণা ও প্রকাশনার সুযোগ পেয়েছিলাম বলে জীবনটাকে ধন্য মনে করি। এই সংগীতগুণীর বদৌলতে আমার জীবনেও দুর্লভ সম্মান ধরা দিলো- ভাবতেই মনটা ভরে যাচ্ছে অন্যরকম ভালো লাগায়। ’
নাসির উদ্দিন হায়দার জানান, হালীকে নিয়ে শুধু প্রবন্ধ নয়, তারই সম্পাদনায় প্রকাশিত হয়েছে আবদুল গফুর আলীর স্বরলিপিসহ গীতিকাব্য 'সুরের বন্ধন' ও 'আবদুল গফুর হালীর চাটগাঁইয়া নাটকসমগ্র'।
চট্টগ্রামের আঞ্চলিক ও মরমি গানের গীতিকবি-সুরকার আবদুল গফুর হালী গত বছরের ২১ ডিসেম্বর পরলোক গমন করেন। তার লেখা বেশ কিছু গান কালজয় করলেও নিভৃতচারী এই মানুষটি পাননি রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি।
আরও পড়ুন>>>
* প্রকৃতিই আমার গুরু, বললেন গফুর হালী
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এসও